প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন
ঘন কুয়াশার কারণে টুঙ্গীপাড়ার উদ্দেশে এখনও রওনা দিতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় পৌঁছানোর কথা ছিল তাঁর। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার হাবিবুর রহমানের বরাত দিয়ে কালের কণ্ঠের গোপালগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, নতুন মন্ত্রিসভার সদস্যসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা প্রস্তুত হয়ে অপেক্ষা করছেন। ঘন কুয়াশা কেটে গিয়ে আকাশ পরিস্কার হলেই তাঁরা টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা হবেন বলে জানান তিনি।
তৃতীয় বার সরকার গঠনের পর টুঙ্গীপাড়ায় এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সফর। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলার সর্বত্র ঊষ্ণ আমেজ বিরাজ করছে। এ ছাড়া বর্তমান সরকারের আমলে গোপালগঞ্জের উন্নয়নধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন জেলার মানুষ। টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস জানান, যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষ করে রায় কার্যকর করবে সরকার এমনটাই প্রত্যাশা টুঙ্গিপাড়াবাসীর।
এর আগে গতকাল সকালে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সামরিক বাহিনীর সদস্যরা এ সময় সশস্ত্র সালাম জানান। মন্ত্রিসভার সদস্যরাও এ সময় সেখানে উপস্থিত ছিলেন।