Published On: Sun, Apr 5th, 2015

পুরস্কারের টাকা অটিস্টিক শিশুদের উৎসর্গ করলেন কবরী

Share This
Tags

kobori-real-birth-name-bangladesh

ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ কবরী তার চলচ্চিত্র পুরস্কার আজীবন সম্মাননা উৎসর্গ করলেন মুক্তিযোদ্ধাদের। আর পুরস্কারে পাওয়া এক লাখ টাকা কবরী দান করছেন প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের কল্যাণে।
শনিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজীবন সম্মাননায় পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুরুতেই স্মরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের ১৬ কোটি মানুষকে।
কবরী বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি আমার পুরস্কারটি উৎসর্গ করতে চাই মুক্তিযুদ্ধে শহীদ সব মুক্তিযোদ্ধাকে। আমি সেসব অজানা মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে চাই, যাদের নাম ইতিহাসের পাতায় ঠাঁই পায়নি। তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা না জানালে আমার প্রাণের আকুলতা অপূর্ণই থেকে যাবে।
কবরী শ্রদ্ধাভরে স্মরণ করেন তার সহ-অভিনেতা রাজ্জাক, ফারুক, প্রবীর মিত্রকে। ভোলেননি চিত্রগ্রাহক, মেকআপ আর্টিস্টসহ সিনেমার ইউনিটের সব কলাকুশলীর কথা।
তিনি বলেন, তাদের সহযোগিতা না থাকলে হয়তো আজকে আমি কবরী হয়ে উঠতে পারতাম না।
কবরী তার বক্তব্যে চলচ্চিত্রের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর ‘আন্তরিক সহযোগিতা’ কামনা করেন।

Leave a comment

You must be Logged in to post comment.