Published On: Thu, Jun 27th, 2013

পিকাসোর চিত্রকর্ম বিক্রির ওপর নিষেধাজ্ঞা

Share This
Tags

_6(11)ইতালির প্রখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। ইতালি সরকারের অনুরোধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

১৯০৯ সালে আঁকা ‘ফ্রুট বোল এন্ড কাপ’ নামের এই চিত্রকর্মটির দাম ১ কোটি ১৫ লাখ ডলার।

চিত্রকর্মটির মালিক ইতালির নেপলস শহরের বাসিন্দা গ্রাব্রিয়েলা ও তার প্রয়াত স্বামী এ্যাঙ্গেলো মেজ। এই চিত্রকর্মটি যুক্তরাষ্ট্রে ব্যাক্তিগত উদ্যোগে বিক্রির চেষ্টা করা হয়। ছবিটির মালিকের বিরুদ্ধে ২ কোটি ৬০লাখ টাকা রাজস্ব আত্মসাৎ, কর ফাঁকি  এবং জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

মার্কিন বিচার বিভাগ বলছে, চিত্রকর্মটি অপরাধমূলক কর্মকাণ্ড থেকে অর্জিত অর্থে কেনা হয়েছে। আর এই কারণে চিত্রকর্মটি বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

২১ মে চিত্রকর্মটি বিক্রির আয়োজন করা হলে মার্কিন অভিবাসন ও শুল্ক বিভাগ (আইসিই) ইতালি সরকারের অনুরোধে তা উদ্ধার করে।

আইসিই পরিচালক জন মর্টন বলেন, উদ্ধার করা চিত্রকর্মটির মাধ্যমে ২কোটি ৬০ লাখ মার্কিন ডলার রাজস্ব উদ্ধার হল।

২০১০ সালে পিকাসোর ১০ কোটি ৬৫ লাখ মার্কিন ডলারের ‘নুড, গ্রীন লিভস এন্ড বাস্ট’ নামক চিত্রকর্মটি নিলামে বিক্রি হয়, যা দামের দিক দিয়ে বিশ্ব রের্কড সৃস্টি।

 

তবে গত বছর এডভার্ড মুঞ্চের ১২কোটি ডলারের ‘দ্য স্ক্রীম’ চিত্রকর্মটি ওই রেকর্ড ভেঙে দেয়। সূত্র: বিবিসি।

Leave a comment

You must be Logged in to post comment.