পামেলা অ্যান্ডারসনের পথ ধরেছেন শ্রীদেবী
বলিউড সিনেমার লাস্যময়ী তারকা শ্রীদেবী এবার একটু অন্যরকম আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। তিনি নাকি আরো আবেদনময়ী হয়ে উঠেছেন এবং মানুষের দৃষ্টি কাড়ছেন তাঁর দৈহিক গড়নে পরিবর্তন এনে, এমনই ধারণা সিনেমার যতো ভক্ত, অনুরাগী এবং সাধারণ দর্শকের।
সবার মুখে একই মন্তব্য, হলিউডের পামেলা অ্যান্ডারসনের পথ ধরেছেন শ্রীদেবী। জনসম্মুখে আঁটসাঁট পোশাকে হাজির হলেই তাঁর দিকে চোখ চলে যাচ্ছে। এমনটা এর আগে দেখা যায়নি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল মিড-ডের কাছে দেয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক সেলিব্রিটি বলেন, শ্রীদেবীর এই দৈহিক পরিবর্তন নতুনভাবে দৃষ্টি কাড়ছে সবার। এর আগে তাঁর ভাইটাল স্ট্যাটাস এমন ছিল না। তাছাড়া দৈহিক কাঠামোর অন্য কোথাও পরিবর্তনের লক্ষণ না থাকলেও তিনি যে তাঁর বক্ষসৌষ্ঠব বাড়িয়েছেন তাতে সবাই একমত। সম্ভবত এজন্য তিনি হলিউডের পামেলা অ্যান্ডারসনের মতো সিলিকন পদ্ধতি গ্রহণ করেছেন। আলোচনা চলছে, অভিনয় জীবনে সাফল্যের চূড়া অতিক্রম করে এসে এখন দেহের গড়নে বিশেষ পরিবর্তন কেন আনলেন শ্রীদেবী।