Published On: Wed, Sep 25th, 2013

পাকিস্তানে ভূমিকম্পে নিহত ৪৫

Share This
Tags

pakistan-earthquake-pictures-1পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ এক ভূমিকম্পে ৪৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির দক্ষিণ-পূর্ব এলাকায় ৭.৭ মাত্রার এ ভূকম্পন সৃষ্টি হয়। স্থানীয় সময় বিকাল সাড়ে চারটার দিকে এ ভূমিকম্প ঘটে। দেশটির বেলুচিস্তানে সৃষ্ট এ ভূমিকম্পটি করাচি, হায়দ্রাবাদ ও নয়াদিল্লিতেও অনুভূত হয়। এর আগে গত এপ্রিলে ইরানে সৃষ্ট ৭.৮ মাত্রার ভূমিকম্পে এ অঞ্চলে ৩৫ জন নিহত হয়।

দেশটির ডন পত্রিকা বেলুচিস্তানের সিনিয়র মন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্পে এ পর্যন্ত ৩০ জন নিহত হয়েছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আওরান শহরে। সেখানে অনেক লোক ভবনধসের ফাঁদে আটকা পড়ে আছে। বার্তা সংস্থা রয়টার্সকে বেলুচিস্তানের ডেপুটি স্পিকার আব্দুল কুদ্দুস জানিয়েছেন, ভূমিকম্পে আওরান জেলার অন্ততপক্ষে শতকরা ৩০ ভাগ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

Leave a comment

You must be Logged in to post comment.