Published On: Mon, Jun 24th, 2013

‘পাওয়ার ভয়েস ২০১২’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন সজল

Share This
Tags

1044931_599312560102556_436820025_nসজল। ‘পাওয়ার ভয়েস ২০১২’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। চ্যানেল নাইন ও প্রাণ আরএফএল যৌথভাবে আয়োজন করেছে এই প্রতিযোগিতা। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। প্রথম রানারআপ হয়েছেন যৌথভাবে ইভা ও কর্নিয়া এবং দ্বিতীয় রানারআপ রাজু।

সজল, আপনাকে অভিনন্দন।

Leave a comment

You must be Logged in to post comment.