পর্তুগালকে চার গোল দিয়েছে জার্মানি

ম্যাচের ৭৮ মিনিটে পর্তুগালকে চার গোল দিয়েছে জার্মানি। যার তিনটিই এসেছে থমাস মুলারের পা থেকে। এর মাধ্যমে এবারের বিশ্বকাপের প্রথম হ্যাট্রিক করলেন তিনি।
ম্যাচ যখন প্রথমার্ধের শেষ বাঁশি বাজার অপেক্ষায় তখনই নিজের দ্বিতীয় গোলটি করলেন টমাস মুলার। এর পর পরই বিরতিতে ম্যাচ। ৩-০ গোলে এগিয়ে জার্মানি। বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।
এর আগে ম্যাচের ৩২ মিনিটের মাথায় হ্যামেলস দ্বিতীয় গোলটি করেন অসাধারণ দক্ষতায়। ১২ মিনিটে প্রথম গোল করে জার্মানি। এটি আসে পেনাল্টি শট থেকে। গোল করেন মুলার। ডি-বক্সের মধ্যে পেরিরা ফাউল করে হলুদ কার্ড পাওয়ার পর এই পেনাল্টি শট পায় জার্মানি।
জার্মানির খেলছে ৪-২-৩-১ বিন্যাসে। একাদশ: ম্যানুয়েল ন্যুয়ার (গোলরক্ষক), ম্যাট হামেলস, পার মার্টেস্যাকার, ফিলিপ লাম, এরিক ডার্ম, বাস্তিয়ান শোয়েন্সটেইগার, টনি ক্রুস, মেসুত ওজিল, আন্দ্রে শার্লে, থমাস মুলার ও মারিও গোৎজে।
পর্তুগালের বিন্যাস ৪-৩-৩। একাদশ: রুই পাট্রিসিও (গোলরক্ষক), ব্রুনো আলভেস, পেপে, ফ্যাবিও কোয়েনত্রাও, জোয়াও পেরেইরা, উইলিয়াম কারভালহো, রাউল মেইরেলেস, জোয়াও মুতিনহো, নানি, হুগো আলমেইদা ও ক্রিস্টিয়ানো রোনালদো।