পবিত্র শবে বরাত ২৪ জুন
দেশের কোথাও রোববার পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ২৪ জুন সোমবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
রোববার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ধর্মসচিব কাজী হাবিবুল আওয়াল এ কথা জানান।
চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে রোববার সন্ধ্যা সোয়া ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।