পবিত্র শবেবরাতে রাজধানীতে আতশবাজীতে নিষেধাজ্ঞা

রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আসন্ন পবিত্র শবেবরাতে রাজধানীতে সব ধরনের আতশবাজী,পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আগামী ২৪ জুন দিনগত রাতে পবিত্র শবেবরাত উদযাপিত হবে।
শবেবরাতের পবিত্রতা রক্ষার্থে সুষ্ট এবং শান্তিপূর্ণ উৎযাপনের লক্ষে ডিএমপি এলাকায় অর্পিত ক্ষমতাবলে ২৪ জুন সন্ধ্যা ৬ টা থেকে ২৫ জুন ভোর পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজী, পটকা, আগ্নেয়াস্ত্র, তরবারী, বর্ষা, বন্দুক, ছুরি বা লাঠি, প্রকাশ্য গান বা চিৎকার করা, জনসম্মুখে বক্তৃতা, ব্যঙ্গ সূচক অঙ্গভঙ্গি, প্রতীক বা প্ল্যাকার্ড বা অন্য কোনো বস্তু প্রদর্শণ, শালীনতা বা নৈতিকতা বিবেচনায় ক্ষতিকর কিংবা রাষ্ট্রের নিরাপত্তা ব্যহত হয় এমন এবং অন্যান্য দূষণীয় ক্ষতিকারক দ্রব্য বহন ও ফোটানো নিষিদ্ধ করা হলো।
এদিকে রাজধানীবাসীকে এই বিধি নিষেধ মেনে চলার জন্য ডিএমপি পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।