নেপালের ক্রিকেটার শেবাগ

ভারতীয় দলের হয়ে এতদিন খেলে আসা মারকুটে ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ যেন হঠাৎ করেই নেপালের জাতীয় ক্রিকেট দলের সদস্য হয়ে গেলেন! সম্প্রতি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল (সিএএন) তাদের যে বার্ষিক শ্যুভেনির প্রকাশ করেছে তাতে সদস্য হিসেবে নাম রয়েছে বীরেন্দ্র শেবাগের। সঙ্গে নেপালের জাতীয় দলের জার্সি পরা শেবাগের একটি ছবিও। অবশ্য শেবাগের ছবিটি প্রকাশ করার পর ছবিতে তার মুখটা কম্পিউটারের কারিকুরিতে অবছা করে দেয়া হয়েছে।
নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য কিরণ রানা ভুল কবুল করে বিসিসিআই-এর কাছে দুঃখপ্রকাশ করেছেন। এদিকে বীরেন্দ্র শেবাগের ছবি ছাপানোয় নেপালের জাতীয় দলের ক্রিকেটাররা প্রচণ্ড চটেছেন তাদের সংস্থার ওপর।