Published On: Tue, Jan 21st, 2014

নেইমার এবং মেসির মাঝে ‘দ্বন্দ্ব’

Share This
Tags

Lionel-Messi-Neymar-Barcelona-vs-Santos-HD-Wallpaperডেস্ক রিপোর্টসফেন আচার্য

মেসি ইন তো নেইমার আউট। এমনই অঘোষিত খেলায় মেতে আছেন বার্সার দুই সুপারস্টার। ইনজুরি থেকে ফিরে যে ম্যাচে স্বরূপে দেখা দিলেন মেসি, ওই ম্যাচেই তিন-চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন নেইমার!
৫৮ দিন মাঠের বাইরে ছিলেন মেসি। ফিরে এসেই বার্সার হয়ে করেছেন জোড়া গোল। ওই ম্যাচে নেইমার খেললেও এই তারকার দ্বৈত ঝলক চোখে পড়েনি। তাই গেটাফের বিপক্ষে বার্সার ভক্তদের চোখ খুঁজে ফিরছিলো জুটিবদ্ধ মেসি-নেইমারকে। শুরুটা বেশ ভালই করেছিলো কাতালানরা। কিন্তু খেলার ২৫ মিনিটে হঠাৎ পা মচকে মাঠ ছাড়েন নেইমার।
শুরু হলো নানা জল্পনা-কল্পনা। কেউ কেউ তো বলেই বসলেন, বিশ্বকাপটাই মিস করতে হচ্ছে নেইমারের। তবে শেষ পর্যন্ত শুক্রবার বার্সা কর্তৃপক্ষ জানিয়েছে, “নেইমারের ডান গোড়ালি বেশ খানিকটা মচকে গেছে। চোট থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে।”
তাই লা লিগায় লেভান্তে, মালাগা ও ভ্যালেন্সিয়া এবং কিংস কাপে লেভান্তের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান সুপারস্টার। সবকিছু ঠিকঠাক থাকলে ১৮ ফেব্রুয়ারি লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে মাঠে ফিরতে পারেন নেইমার।

Leave a comment

You must be Logged in to post comment.