নারীর স্মৃতিশক্তি পুরুষের চেয়ে বেশি
পুরুষের চেয়ে নারীর স্মৃতিশক্তি বেশি। এমনটাই বলা হয়েছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি নতুন গবেষণায়। গবেষকরা বলছেন, নিউরো বায়োলজিক্যাল ও পরিবেশগত কারণেই এমনটা হতে পারে। এ গবেষণায় অংশ নিয়েছে ৪৮ থেকে ৯০ বছর বয়সী প্রায় সাড়ে ৪ হাজার নারী-পুরুষ। বিভিন্ন স্মৃতি পরীক্ষায় পুরুষের চেয়ে নারীরা ৫.৯টি ভুল কম করেছে। এ গবেষণা পরবর্তী সময়ে আলঝেইমার্স এর চিকিৎসা ও কারণ উদঘাটনে ভালো কাজ দেবে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।