নারীদের ভাগ্যবদল
নওগাঁর পত্মীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের হাসান বেগপুরগ্রামের নারীরা ঠোঙা ও ব্যাগ তৈরি করে তাদের ভাগ্যবদল করেছেন।
গ্রামের এক ইউপি সদস্যের বাড়ির আঙিনায় ২০/২৫ জন বিভিন্ন বয়সী ঠোঙা ও ব্যাগ তৈরির কাজে ব্যস্ত। কেউ মেশিন বা কাঁচি দিয়ে কাগজ কাটছেন, কেউ লাগাচ্ছেন আঠা, মেশিনে কেউ কাপড়ের ব্যাগ সেলাইয়ে ব্যস্ত।
কাজের ফাঁকেই কথা হয় তাদের কয়েকজনের সাথে। তারা জানান, ২০০৫ সাল থেকে স্থানীয় বেসরকারি সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থার (বিএসডিওর) সহযোগিতা নিয়ে এ কাজ শুরু করেন। সম্প্রতি ইউনিয়ন উন্নয়ন কমিটির সদস্যদের সহায়তায় তারা ব্র্যাক অফিসের মাধ্যমে ৫ জন নারী ৫ দিনব্যাপি ঠোঙা ও ব্যাগ তৈরির ওপর প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ পরবর্তী ৭০ হাজার টাকার ব্যাগ তৈরির উপকরণ পেয়েছেন। যা দিয়ে তারা কাগজের ব্যাগ, ঠোঙা ও কাপড়ের ব্যাগ তৈরি করে বাজারজাত করা শুরু করেন। যা অন্য নারীদেরকেও উৎসাহিত করছে।