Published On: Tue, Apr 16th, 2013

নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়ের উপর চটেছেন রাইমা সেন!!!

Share This
Tags

5428_parambrata-chatterjee-and-raima-senনায়ক পরমব্রত চট্টোপাধ্যায়ের রাইমা  সেনের উপর অভিযোগ  যে অভিনয়ে পারদর্শী হলেও চরিত্রের প্রয়োজনে চুমু খেতে এখনো আনাড়ীই রয়ে গেছেন ‘রাইমা’। । পরমব্রতের মতে, রাইমার চেয়ে ভালো চুমু দিতে জানেন অন্য নায়িকারা।

সম্প্রতি পরমব্রত একটি সাক্ষাৎকারে বলেন, “নায়িকাদের মধ্যে একমাত্র পায়েলই সব থেকে ভাল চুমু খেতে পারে। চরিত্রের প্রয়োজনে সে-ই বেস্ট কিসার। আর বাকিরা এ ক্ষেত্রে ভালো ফলাফল দেখাতে পারেননি। অথচ কত সাধ করে ‘বাইশে শ্রাবণ’ আর ‘হাওয়া বদল’ ছবিতে পরমব্রতকে জাপটে ধরে চুমু খেয়েছিলেন রাইমা। বিষয়টা রাইমার জন্য রীতিমত অপমান! আর তাই এক পার্টিতে দেখা হওয়া মাত্রই পরমব্রতকে রাইমার তোপের মুখে পড়তে হলো। অবশ্য এই পরিস্থিতি সামাল দিতে চুপচাপ মিটি মিটি হেসে সব কিছু হজম করে নেন টালিউডের এই নায়ক-পরিচালক।

Leave a comment

You must be Logged in to post comment.