নতুন ভাবে ‘অপুর একাত্তর’
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘অপুর একাত্তর’ নাটকের সিক্যুয়েল নির্মাণ করছেন আজাদ কালাম। প্রথমপর্বের মতো দ্বিতীয়পর্বের গল্পও লিখেছেন অনিমেষ আইচ।
রচনার পাশাপাশি এ নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অনিমেষ আইচ।
নির্মাতা আজাদ কালাম গ্লিটজকে জানান, প্রথমপর্বের মতো এবারও নাটকের কেন্দ্রীয় চরিত্রে একজন শিশুশিল্পী অভিনয় করবে। তবে কে এই চরিত্র করবে, তা এখনও ঠিক করেননি তিনি।
তিনি জানান, এ নাটকের অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আহসনা হাবীব ভাবনা। এতে দেখা যাবে, বাবা-মা ও বোনের হত্যাকারী রাজাকার ও পাকবাহিনীর বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠে অপু। প্রতিশোধের নেশায় সে যোগ দেয় মুক্তিবাহিনীর চর হিসেবে। এক রাতে গ্রামের পাক ক্যাম্পে হানা দেয় মুক্তিযোদ্ধারা। রাতভর যুদ্ধে অস্ত্র হাতে বিপুল বিক্রমে লড়ে যায় অপু। অপু বাহিনীর সাঁড়াশি আক্রমণে পাকবাহিনী সমূলে ধ্বংস হয়। কিন্তু যুদ্ধশেষে আচমকা এক গুলি এসে লাগে অপুর বুকে। তখন ভোরের আলো ফুটছে।
আজাদ জানান, খুব শীঘ্রই এ নাটকের শুটিং শুরু করবেন তিনি।
‘অপুর একাত্তর’ এর প্রথম পর্ব প্রচারিত হয়েছিল ২০১৩ সালের ১৬ ডিসেম্বর। তাতে অভিনয় করেছেন করেছেন বিদ্যা সিনহা মিম, মারজুক রাসেল, আজাদ আবুল কালাম এবং উৎস।