দলীয় সরকারের অধীনে নির্বাচন নয় – খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘নির্বাচনকালীন সরকার সম্পর্কে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেব না। কারণ, বাংলাদেশের প্রেক্ষিতে দলীয় সরকার লেভেল প্লেয়িং ফিল্ড দিতে পারে না।’
গতকাল শনিবার জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন। তিনি এক ঘণ্টা ৫৪ মিনিট বক্তব্য দেন। তিনি বলেন, ‘সরকার বলছে, তাঁরা ক্ষমতায় থেকেই নির্বাচন করবেন। বর্তমান প্রধানমন্ত্রীকে পদে বহাল রেখেই নির্বাচন হবে। এসব যুক্তিহীন ও গায়ের জোরের কথায় সমস্যার কোনো সমাধান হবে না। নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনের জন্য ক্ষমতাসীনদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি