Published On: Mon, Jul 1st, 2013

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস ১ জুলাই

Share This
Tags

dh১ জুলাই সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। নানা আয়োজনে প্রতিষ্ঠার ৯২ বছর পূর্তি উদযাপন করবে বিশ্ববিদ্যালয় পরিবার। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তবুদ্ধি চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়’।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন চত্বরে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জমায়েত, জাতীয় পতাকা ও হলসমূহের পতাকা উত্তোলন, কেক কাটা এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি প্রধান অতিথি থেকে এ কর্মসূচির উদ্বোধন করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক একে আজাদ চৌধুরী বিশেষ অতিথি থাকবেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক প্রাক্তন ছাত্র, স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এছাড়া দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
উল্লেখ্য, ১৯২১ সালের এক জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়।

Leave a comment

You must be Logged in to post comment.