ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা দিবস উদযাপন
আজ চতুর্থ বারের মত ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠন আয়োজন করল জাতীয় পতাকা উৎসব। অনুষ্ঠানে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র কলাভবনে পতাকা উত্তলন, দলীয় ও একক সংগীত এবং শিশুদের রচনা প্রতিযোগিতার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
ছাত্রলীগ নেতা নূরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, শাজাহান সিরাজ এবং অ স ম আব্দুর রব এদের নেতৃত্বে ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সমাবেশে কলা ভবনে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়। বাংলাদেশের মানচিত্র খচিত যে পতাকা ছিল সে পতাকাই সর্ব প্রথম উত্তোলন করেন আ স ম আব্দুর রব। এই দিনটার স্মরনে জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠন ২০১০ সালে প্রথমবারের মত এই দিনটি উদযাপন করে। তারই ধারাবাহিকতায় এবারো জয়ধ্বনি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে স্বতস্ফুর্ত ভাবে এই দিবস উদযাপনে অংশ নেয়।