Published On: Wed, Apr 24th, 2013

ডি রকস্টার শুভর গান আইটিউনসে

Share This
Tags

shuvo1-300ডি রকস্টারখ্যাত শুভর ‘স্বাধীন-২’ গানটির ভিডিও মুক্তি পেয়েছে গত ২৬ মার্চ। বেশ কয়েকটি টিভি চ্যানেলে সম্প্রচারও করা হচ্ছে নিয়মিত। আর গতকাল মঙ্গলবার রাত থেকে আইটিউনসেও পাওয়া যাচ্ছে গানটি। ‘স্বাধীন-২’ গানটি লিখেছেন শুভ নিজেই; সুরও তাঁরই করা। সংগীতায়োজনে ছিলেন আমজাদ।
আইটিউনসে গানটি মুক্তি পাওয়ার পর শুভ বলেন, ‘আন্তর্জাতিক সংগীতশিল্পে যুক্ত হতে পেরে খুব আনন্দিত আমি। যুক্তরাষ্ট্রপ্রবাসী কয়েকজন এ ব্যাপারে অনেক সাহায্য করেছেন। বাংলাদেশে আমরা অনেকেই গান ডাউনলোড করি পাইরেটেড সাইট থেকে। এতে করে সংগীতশিল্প যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি কিন্তু আমরা শিল্পীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই আমরা চাইছি, আমাদের গান শ্রোতাদের কাছে বৈধ ওয়েবসাইটের মাধ্যমেই পৌঁছাক।’ আইটিউনসে গানটি পেতে ক্লিক করুন:
https://itunes.apple.com/us/album/shadhin-2-single/id638701444

Leave a comment

You must be Logged in to post comment.