টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা
রাতভর টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বেশিরভাগ রাস্তাঘাটে পানি জমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে কর্মমুখী মানুষ। এছাড়া ব্যাহত হচ্ছে যান চলাচল।
নগরীর ভাঙা রাস্তা পানিতে ডুবে থাকায় সমস্যায় পড়েছে প্রাইভেট কারসহ সবধরনের হালকা যান।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের লঘুচাপ কেটে যাওয়ায় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি আরো দু-একদিন থাকবে।