Published On: Wed, Jul 24th, 2013

জামিন বাতিলের শুনানি শেষ, আদেশ পরে

Share This
Tags

সাংc0417d09-2fe9-4d7e-bc47-8c7dfbd7c96cবাদিক পেটানোর ঘটনায় অভিযুক্ত পটুয়াখালী ৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম আওলা রনির জামিন আবেদন বাতিলের শুনানি শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এ ব্যাপারে আদেশ দেবেন আদালত।

বুধবার ১২টায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে এই শুনানি হয়।

তবে জামিন আবেদন বাতিল শুনানিতে রনি উপস্থিত ছিলেন না। তার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোটেকট কবির হোসেন ও আব্দুল্লাহ আল মুনসুর।

এদিকে বাদী পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট মো. আজিজুর রহমান শাহ।

Leave a comment

You must be Logged in to post comment.