জাবি প্রশাসনিক ভবন অবরোধ : ভিসির পদত্যাগের দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন শিক্ষকরা। শিক্ষক সমিতির সদস্যরা শনিবার সকাল ৭টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। দুপুর দুইটা পর্যন্ত অবরোধ চলবে।
অবরোধের কারণে প্রশাসনিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। গত তিন দিন ধরে বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনিক কর্মকাণ্ড চলতে দিচ্ছেন না আন্দোলনরত শিক্ষকরা। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত এ অবরোধ চলবে বলে ঘোষণা দিয়েছেন তারা। এতে বিপাকে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
ছাত্রলীগের হাতে শিক্ষক লাঞ্ছনার বিচার, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অনিয়ম, মিডিয়াতে বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপত্তিকর বক্তব্য ও জীববৈচিত্র্য ধ্বংস করাসহ উপাচার্যের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেছেন শিক্ষক সমিতি।
এর আগে শুক্রবার শিক্ষকদের প্রশাসনিক ভবন অবরোধের কারণে বার্ষিক সিনেট ও ২০১৩-১৪ অর্থবছরের মূল বাজেট অধিবেশন স্থগিত করা হয়েছে।