জহির খানের আইপিএল শেষ
জহির খান ইনজুরিতে পড়েছেন। ফলে আইপিএল সেভেন-এর বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না মুম্বাই ইন্ডিয়ান্সের এই পেসার। মঙ্গলবার রয়্যল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচের আগেই এ কথা জানান মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক।
রোহিত শর্মা জানান, “আইপিএল সেভেনের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবে না জাহির।” আগের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে বোলিং করতে গিয়ে পিঠে টান ধরে ৩৫ বছর বয়সী মুম্বাইয়ের বাঁ-হাতি পেসারের।
খুব একটা ভালো খেলছিলেন না জহির। মুম্বাইয়ের হয়ে প্রথম ছয়টি ম্যাচে পাঁচটি উইকেট নেন তিনি। গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে ভারতীয় টেস্ট দলে ফিরলেও প্রায় দু’বছর ওয়ানডে দলে সুযোগ মিলেনি এই অভিজ্ঞ পেসারের।
তিনি শেষ ওয়ান ডে ম্যাচ খেলেছেন আগস্ট, ২০১২-তে। প্রায় দু’বছর ওয়ান ডে দলের বাইরে থাকা জাহিরকে ২০১৫ বিশ্বকাপের দলে দেখতে চান প্রাক্তনরা। কিন্তু, এই চোট জাহিরের ওয়ান ডে প্রত্যাবর্তন আরও অনিশ্চিত করে দিল। এখন দেখার বিষয়, কতোটা দ্রুত সুস্থ্য হতে পারেন জহির।