Published On: Sat, Jun 29th, 2013

জন আব্রাহাম গোপন বিয়ে

Share This
Tags

John-Abrahamবলিউড সুপারস্টার জন আব্রাহাম এবং বিপাশা বসুর প্রেম কাহিনী নিয়ে বেশ রসায়ন হয়েছিল বলিউডে। এই দু’জনের রোমান্স নিয়ে পর্দার বাইরেও আগ্রহ তৈরি করে সবার মাঝে। কিন্তু সে প্রেম ভেঙে দিয়ে নতুন প্রেমে জড়ান আব্রাহাম। গর্জিয়াস অ্যান্ড গ্ল্যামারাস গার্ল বিপাশা বসুকে রেখে আব্রাহাম প্রিয়া রাঞ্চাল নামের এক তরুণীর প্রেমে মজেন। প্রেমিকের মন বলে কথা।
প্রিয়া রাঞ্চাল এবং জন আব্রাহামের এ প্রেম নিয়েও গুঞ্জন কম ছড়ায়নি। সম্প্রতি আবার তারা আলোচনায় এলেন। জন ও প্রিয়া বিয়ে করেছেন এমন গুজব চলছে বলিউডে। আর এয়ারপোর্টে দু’জনকে এক সাথে ক্যামেরা বন্দি করে সে খবরটি আরেকটু উসকে দিলো ভারতীয় গণমাধ্যমগুলো।

ভারতীয় সংবাদকর্মীদের কাছে খবর আসে জন ও প্রিয়া বিদেশ ভ্রমণ শেষে দেশে ফিরছেন। এ খবরে মুম্বাইয়ের বিমান বন্দরে ছুটে যান সবাই। জন আব্রাহাম বের হতেই সবাই তাদের যুগল ছবি তুলতে থাকে। আব্রাহাম ছবি তুলতে বাঁধা দিলেও থামানো যায়নি ক্যামেরাম্যানদের।

অনেকটা ক্যাজুয়াল পোশাকেই ছিলেন আব্রাহাম। শার্ট-ট্রাউজারের সাথে সেন্ডেল পড়ে ছুটির দিনের আমেজে ছিলেন এই বলিউড হার্টথ্রব। এই জুটিকে একসাথে আবিষ্কারের পর গুঞ্জন শুরু হয় হানিমুন সেরে এসেছেন তারা!

এর আগে আব্রাহাম ও প্রিয়ার একটি ভিডিও স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ে ইন্টারনেটের মাধ্যমে। তখনই তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে বেশি আলোচনা হয়।

 

Leave a comment

You must be Logged in to post comment.