ছাত্রী যৌন হয়রানির অভিযুক্ত শিক্ষকের জামিন
স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার রাজধানীর সূত্রাপুর সেন্ট্রাল গার্লস স্কুলের বাণিজ্য শাখার শিক্ষক বাসুদেব কুমার রায়ের জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক মনির হোসেন মোল্লা ওই শিক্ষককে গতকাল আদালতে হাজির করেন। এ সময় তাঁর পক্ষে জামিনের আবেদন করা হয়। ছাত্রীর কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে সেন্ট্রাল গার্লস হাই স্কুল বাণিজ্য বিভাগের ওই শিক্ষককে গত সোমবার বিকেলে গ্রেপ্তার করে পুলিশ।