ছবির প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন সোনাক্ষী সিনহা
বর্তমানে সালমান, অক্ষয়, জন আব্রাহামসহ একাধিক নায়কের বিপরীতে বিভিন্ন ছবির শুটিং করছেন সোনাক্ষী। তবে নায়ক পছন্দ না হলে সেই ছবির প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন সোনাক্ষী সিনহা। তবে সালমান হলে চোখ বুঁজেই সেই ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন। কিন্তু বলিউডের সব অভিনেতার বিপরীতে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। । এ সিদ্ধান্তের একটি নজিরও দেখা গেছে ইতিমধ্যে। সম্প্রতি অভিনেতা তুষার কাপুরের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সোনাক্ষী। প্রিয়দর্শন তার ‘ধামাল-৩’ ছবিতে সোনাক্ষীকে নেয়ার পরিকল্পনা করেছিলেন। তুষারের বিপরীতে এ ছবিতে অভিনয়ের প্রস্তাব করা হয় সোনাক্ষীকে। ছবির স্ক্রিপ্ট পড়ে প্রাথমিকভাবে এখানে কাজ করতে রাজি হয়েছিলেন সোনাক্ষী। কিন্তু তার বিপরীতে তুষারকে কাস্ট করা হলে এখানে অভিনয় করবেন না বলে সাফ জানিয়ে দেন ।নিজের সিদ্ধান্তে শতভাগ অনড় থাকবেন বলেও জানিয়েছেন এ অভিনেত্রী।