Published On: Mon, Mar 31st, 2014

চয়নিকা অপূর্ব’র ১০০

Share This
Tags

নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় ১০০তম নাটকে অভিনয় করেছেন টিভি মিডিয়ার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। ২৩ মার্চ উত্তরার হৈচৈ শুটিং বাড়িতে ইমদাদুল হক মিলনের রচনায় ‘অভিমান’ নাটকের মধ্য দিয়ে অপূর্ব এই শততম নাটকে অভিনয়3_50256 করলেন।

এ নাটকে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন নাদিয়া। নাটকে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন,“নাটকটির গল্প বেশ সুন্দর। অভিনয় করে দারুণ উপভোগ করেছি। আমার চরিত্রটিও ভিন্ন ধরনের। আশা করি দর্শকের ভলো লাগবে।”

চয়নিকা চৌধুরীরর পরিচালনায় শততম নাটকে অভিনয়ের বিষয়ে জানতে চাইলে অপূর্ব বলেন, “দেখতে দেখতে একশটি নাটকে অভিনয় করা হয়ে গেল। বুঝতেই পারিনি। চয়নদির সাথে আমার সম্পর্কটা দীর্ঘদিনের। কেমন সম্পর্ক গড়ে উঠেছে সেটা আর না-ই বা বলি। এটা ঠিক তার সাথে একটা আত্মিক বন্ধন তৈরি হয়েছে। এ বন্ধন সবসময় অটুট থাকবে এটাই প্রত্যাশা করি।”

উল্লেখ্য ২৩ মার্চ চয়নিকা চৌধুরীর পরিচালনায় শততম নাটকে কাজ পূর্ণ করা উপলক্ষে শুটিং স্পটেই রাত ৯টার পর একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষত দিনটিকে স্মরণীয় করে রাখার জন্যই এ আয়োজন।

Leave a comment

You must be Logged in to post comment.