চিরপ্রতিদ্বন্ধী পাকিস্তানের সাথে ২০১৫ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ভারত
২০১৫ বিশ্বকাপের লড়াইয়ে ভারতের প্রথম ম্যাচেই সামনে চিরপ্রতিদ্বন্ধী পাকিস্তান। দীর্ঘ ২৩ বছর পর ফের অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড এক সঙ্গে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক। ১৯৯২-এ মেলবোর্ন স্টেডিয়ামেই পাকিস্তানের বিশ্বজয়ের নিশান উড়েছিল।
ইমরান খান, ওয়াসিম আকরামের মতো কিংবদন্তীদের সোনালি সাফল্যের বুকেও কিছুটা ক্ষত সৃষ্টি করেছিল ভারত। পৃথিবী জয় করলেও সেই বিশ্বকাপে পাকিস্তান হার মেনেছিল তৎকালীন খাতায় কলমে দুর্বল দল ভারতের কাছে। প্রসঙ্গত, বিশ্বকাপের ইতিহাসে প্রতিবেশী ভারতকে একবারও হারাতে পারেনি পাকিস্তানিরা।
২০১৫-এর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের শুরু ভ্যালেন্টাইনস ডে-এর দিন।
তবে ১৪ ফেব্রুয়ারি শুরু হলেও কাপ দখলের লড়াইয়ে খেলার মাঠে প্রতিপক্ষদের মধ্যে প্রেম যে বিশেষ থাকবে না তা বলাই বাহুল্য। বিশ্বকাপের প্রথম ম্যাচেই গতবারের ফাইনালিস্ট শ্রীলঙ্কার মুখোমুখি হবে আয়োজক দেশ নিউজিল্যান্ড।
২৯ মার্চ বিশ্বসেরা দুই ওয়ানডে দলের মধ্যে ফাইনাল হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।সিডনি আর অকল্যান্ডের ইডেন পার্ক স্টেডিয়ামে হবে দুটি সেমিফাইনাল। আবহাওয়া দফতর সাদা পতাকা দেখালে নিউজিল্যান্ডের হাগলে পার্কে সম্ভবত হতে চলেছে আসন্ন ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনীম্যাচ। ইতিমধ্যে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ ও ভেন্যু চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
‘এ’ গ্রুপে স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যন্ডের সঙ্গে রয়েছে বাংলাদেশ। দুই গ্রুপে সাতটি করে দল খেলবে। দুই গ্রুপের সেরা চারটি দল খেলবে সেমিফাইনাল।