Published On: Tue, Apr 30th, 2013

চশমার যত্ন

Share This
Tags

choshmaনিত্যব্যবহারের পোশাক, ঘড়ি—এসবের সঙ্গে চশমারও যত্ন নেওয়া প্রয়োজন। নিয়মিত যত্ন না নিলে দ্রুত চশমা নষ্ট হয়ে যায়। চশমা ব্যবহারের সঙ্গে এর সঠিক যত্নের পদ্ধতিও জানা চাই। এ জন্য কিছু টিপস নীচে দেওয়া হলঃ

* চশমা সব সময় দুই হাত দিয়ে পরতে এবং দুই হাত দিয়ে খুলতে হবে। তাতে চশমার ফ্রেমের ধার ভাঙবে না।
*চশমা পরিষ্কার করার জন্য প্রতিদিন অন্তত একবার ১০ মিনিট ধরে পানিতে চশমা ভিজিয়ে রাখুন। এরপর ব্রাশ দিয়ে নোজ প্যাডে ঘষে নিন। নরম শুকনো সুতি কাপড় কিংবা পুরোনো গেঞ্জি ব্যবহার করে চশমার লেন্স মুছে ফেলুন। এতে চশমা ঝকঝকে থাকবে এবং বেশি দিন টিকবে।
*ঘামের কারণে নষ্ট হয়ে যায় চশমার ধার, ফ্রেমে ঘাম জমে নীলচে দাগ পড়ে যায়। বিশেষ করে মানুষের শরীরের ঘামের সঙ্গে যে লবণ বেরোয়, সেটা ধাতব উপাদানের জন্য ক্ষতিকর। সে ক্ষেত্রে চশমা প্রতিদিন অন্তত একবার পানিতে কিছুক্ষণ ভিজিয়ে শুকনো সুতি কাপড় দিয়ে মুছে ফেললে কোনো ধরনের ময়লা এবং দাগ পড়ে না এবং রংটাও ঠিক থাকে।
*নিয়মিত যাঁদের চশমা ব্যবহার করতে হয়, তাঁদের জন্য সেলুলয়েড বা প্লাস্টিকের ফ্রেমের চশমা ব্যবহার করা ভালো।
*ধাতব ফ্রেমের চশমা ব্যবহার করতে হলে একটু বেশি যত্ন নিতে হবে এবং নিরাপদে ব্যবহার করতে হবে।
*নাকের ওপর চাপ কম পড়ে বলে চশমার লেন্স প্লাস্টিকের ব্যবহার করা নিরাপদ। বিশেষ করে শিশুদের প্লাস্টিকের লেন্স ব্যবহার করা ভালো।
*চশমাটা চোখ থেকে খুলে এমনভাবে রাখতে হবে, যেন চশমার লেন্স দুটো কোনো স্থান স্পর্শ না করে। চশমা কোনো সময়ই উপুড় করে রাখা যাবে না, তাতে লেন্সে দাগ পড়ে যেতে পারে।
*চশমা যাঁরা নিয়মিত ব্যবহার করেন, তাঁরা একাধিক চশমা হাতের নাগালে রাখতে পারেন। প্রয়োজনে যেন একটা চশমার লেন্স কিংবা ধার ভেঙে গেলে বেকায়দায় পড়তে না হয়।

Leave a comment

You must be Logged in to post comment.