গ্রামীণফোন থ্রিজি নিলামে শীর্ষে
3G তরঙ্গের প্রথম পর্বের নিলামে ১০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণ ফোন। প্রতিষ্ঠানটি ২ কোটি ১০ লাখ ডলারে এ তরঙ্গ কিনে নেয়।
এর ফলে দুই পর্বের নিলাম প্রক্রিয়ায় তরঙ্গ ক্রয়ের ব্যপারে অনেকটা এগিয়ে গেল প্রতিষ্ঠানটি। দ্বিতীয় পর্বের নিলামে ৫ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে বাংলালিংক, রবি, এয়ারটেল।
রাজধানীর রুপসীবাংলা হোটেলের বলরুমে রোববার সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আয়োজনে এ নিলাম শুরু হয়। এতে গ্রামীণফোন লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেড অংশ নেয়।
সিটিসেল আবেদন করলেও শেষ পর্যন্ত নিলামে অংশ নেয়নি। নিলামের অনেক আনুষ্ঠানিকতা এখনও বাকি আছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন নিজেই । এছাড়া উপস্থিত ছিলেন গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুধ, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা, রবি আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা জেফরি আহমেদ তমবি ও এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিটও।
এর আগে থ্রিজি তরঙ্গের নিলামের ডাক নেওয়ার জন্য অপারেটরদের মধ্যে লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে প্রথম হয় বাংলালিংক।
নিলামে ৪০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দেওয়া হবে। একটি অপারেটর সর্বোচ্চ ১০ ও সর্বনিম্ন ৫ মেগাহার্টজ তরঙ্গ কিনতে পারবে। নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গের ফ্লোর প্রাইস বা ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ মিলিয়ন ডলার।