Published On: Thu, Aug 1st, 2013

গুগোলের নতুন ট্যাবলেট : নেক্সাস ৭

Share This
Tags

n  নেক্সাস ৭  অবশেষে বাজারে আসছে গুগোলের নিজস্ব ট্যাবলেট  । পূর্বঘোষিত তারিখ অর্থাৎ চলতি বছরের ৩০ শে জুলাই থেকে এই ট্যাবলেটটি পাওয়া যাবে। গুগোল কতৃপক্ষ নিশ্চিত করেছে অর্ডার দেয়ার তিন থেকে পাঁচ দিনের মধ্যে পণ্যটি তাদের হোম ডেলিভারী সার্ভিসের মাধ্যমে গ্রাহকের হাতে পৌঁছে দেয়া হবে। এর জন্য নির্ধারিত মূল্যের চেয়ে ১৪ মার্কিন ডলার বেশী বেশী দিতে হবে।

গুগোল ইতিমধ্যে নেক্সাস ব্র্যান্ডের হিরো স্মার্টফোন বাজারজাত করেছে, তবে একই ব্র্যান্ডের ট্যাবলেট এই প্রথম। ট্যাবলেটটিতে থাকছে ৪.১ জেলীবিন এন্ডয়েড অপারেটিং সিস্টেম, ৭ ইঞ্চি আইপিএস ডিসপ্লে ( ১২৮০ × ৮০০ পিক্সেল ), কুয়োড কোর এনভিআইডিআইএ টেগরা ৩ প্রসেসর, ১ জিবি RAM, ৮ জিবি ইন্টার্নাল মেমোরী, ১.২ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও এতে ভিডিও কলিং, স্ট্যান্ডবাই কী এবং পিসি ক্যাবেল একসেসের মতো অত্যাধুনিক সুবিধা যুক্ত করা হয়েছে। এতো কছু একসাথে থাকার পরও এর ওজন হবে মাত্র ৩৪০ গ্রাম। ট্যাবলেটটির মূল্য এখনও নির্ধারিত করা হয়নি। তবে ধারনা করা হচ্ছে এর দাম ২৪০ থেকে ৩০০ মার্কিন ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।

Leave a comment

You must be Logged in to post comment.