Published On: Mon, Jul 8th, 2013

গাজীপুরের প্রথম মেয়র এম এ মান্নান

Share This
Tags
imagesগাজীপুরের প্রথম নগর পিতা হলেন ১৮ দল সমর্থিত প্রার্থী এম এ মান্নান। সব জল্পনা কল্পনার অবসান হলো এ ফলাফলের মধ্যে। জয় হলো বিএনপির। নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনে ৩৯২ কেন্দ্রের সব কয়টির ফলাফল পাওয়া গেছে। ১৮ দল সমর্থিত প্রার্থী এম এ মান্নান (টেলিভিশন) পেয়েছেন ৩,৬৫,৪৪৪ ভোট। এবং ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ খান (দোয়াত-কলম প্রতীক) পেয়েছেন ২, ৫৮,৮৫৪ ভোট। সর্বশেষ প্রাপ্ত ফলাফলের হিসেবে দেখা গেছে ১0৬৫৭৭ ভোটের ব্যবধানে ১৮ দল সমর্থিত মেয়র প্রার্থী মান্নান বিজয়ী হয়েছেন।

Leave a comment

You must be Logged in to post comment.