Published On: Fri, Jul 4th, 2014

ক্লাস বর্জন অব্যাহত থাকবে বরিশাল ভার্সিটি

Share This
Tags

barisal-universityশিক্ষার্থীদের ক্লাস বর্জনের কারণে বুধবার দ্বিতীয় দিনের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ ক্লাস হয়নি। তবে ক্লাস বর্জনের পক্ষে-বিপক্ষে ক্যাম্পাসে কোনো বিক্ষোভ হয়নি। এদিকে শিক্ষার্থীদের আন্দোলন সমর্থনকারী এক ছাত্রকে ছাত্রলীগ কর্মীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে আগামী ৬ জুলাই থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে রমজান ও ঈদের ছুটি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ শফিউল আলম আমাদের Dhakabd24 কে জানান, শিক্ষার্থীরা ক্লাসে যোগ না দেয়ায় বুধবার অধিকাংশ ক্লাস হয়নি। তবে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত ছিল। তিনি জানান, এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের বিভাগীয় প্রধানরা জরুরি সভা করেন। তারা রমজান ও ঈদুল ফিতরের ছুটি ২২ জুলাই থেকে পিছিয়ে এনে ৬ জুলাই থেকে শুরু করার সিদ্ধান্ত নেন। এদিকে অর্থনীতি প্রথম বর্ষের ছাত্র কাজী সিহাব অভিযোগ করেছেন, ক্লাস বর্জন কর্মসূচির পক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফেসবুক গ্র“পের সংগঠন স্টুডেন্টস অব ইউনিভার্সিটি অব বরিশাল উই আর অল ফ্রেন্ড-এর মাধ্যমে প্রচারণা চালানোর দায়ে বুধবার দুপুরে তাকে মারধর করেছে ছাত্রলীগ কর্মীরা। ৫ জুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে হামলা এবং সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপকে মারধরের ঘটনায় সোমবার ৬ ছাত্রকে সাময়িক বহিষ্কার করে সিন্ডিকেট। বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সাধারণ ছাত্রছাত্রী ব্যানারে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য  ক্লাস বর্জন শুরু হয়েছে।

Leave a comment

You must be Logged in to post comment.