ক্যাট-রণবীর সম্পর্কে সিলমোহর দিচ্ছেন
রণবীর-ক্যাটরিনার গোপনে প্রেম, আর লুকিয়ে একসঙ্গে বিদেশ সফর নিয়ে বেশ কানাঘুষো রয়েছে বলিউড পাড়ায়। প্রতিবারই লোকচক্ষুর আড়ালে গিয়েও বিভিন্ন কর্মকাণ্ডে খবরের শিরোনামে উঠে এসেছেন এ জুটি। তবে এবার বোধহয় নিজেদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিতে প্রস্তুতি নিচ্ছেন তারা।
বলিউড পাড়ায় অন্যতম চর্চিত এ জুটি প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই মুখ খোলেননি। সবসময়ই তারা বলেছেন, তারা দুজনই একে অপরের কাছে খুব স্পেশাল। তবে এবার নাকি প্রকাশ্যে মুখ খুলবেন এই জুটি।
ভারতের পালি হিলে রণবীর নিজের নতুন অ্যাপার্টমেন্টে উঠেছেন অনেক আগেই। শোনা যাচ্ছে, এখন নতুন বাড়িটি দুজনে মিলেই সাজাচ্ছেন ক্যাট-রণবীর। দুজনেরই পরিবারের লোকও এখন তাদের সম্পর্কের ব্যাপারে জানেন। আর এই সম্পর্কে সিলমোহর দেওয়ার জন্য নাকি একটি পার্টিও দেওয়া হবে খুব শিগগিরই।
তাদের এক ঘনিষ্ঠসূত্র জানিয়েছে, মাঝে দুজনের মধ্যে একটু মনোমালিন্য হলেও, আপাতত সব ঠিকই আছে। আর শিগগিরই তাদের সম্পর্কে সিলমোহর লাগবে।