কুমিল্লায় দুর্ধর্ষ বাস ডাকাতি ঘটনা ঘটেছে।
কুমিল্লার দাউদকান্দিতে দুর্ধর্ষ বাস ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতের কবলে পড়ে ৫২ জন যাত্রী তাদের সর্বস্ব হারিয়েছেন।
যাত্রীরা জানান, রাত ৯টার দিকে ঢাকা থেকে লক্ষীপুর অভিমুখে ছেড়ে আসে জোনাকী পরিবহনের একটি বাস। রাত ১০টার দিকে বাসটি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা এলাকায় এলে যাত্রীবেশে বাসে থাকা ৮/১০ জন ডাকাত বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
তারা চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের সর্বস্ব লুটে নেয়। পরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়ায় এসে যাত্রীদের নামিয়ে দেয়।
দাউদকান্দি থানার ওসি , পুলিশ গণ জানান,আমরা খবর পেয়ে যাত্রীদের জোনাকী পরিবহনের আরেকটি বাসে উঠিয়ে দিয়েছি। ধারণা করা হচ্ছে, বাস নিয়ে ডাকাত দল পুনরায় ঢাকার দিকে চলে গেছে।