কুমিল্লার-৮ বরুড়া আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাকিমের ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
কুমিল্লার-৮ বরুড়া আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আব্দুল হাকিমের ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তিনি রোববার শ্বাসকষ্টজনিত রোগে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আবদুল হাকিম সর্বশেষ ১৯৯৬ সালে সাধারণ নির্বাচনে তিনি আওয়ামী লীগ দলীয় মনোনয়ন নিয়ে কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এ আসন থেকে আরো চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এছাড়া ১৯৭০ সালে তিনি জাতীয় পরিষদের এমএলএ নির্বাচিত হয়েছিলেন। ছাত্র জীবন থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন।
তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেন।
১৯৭১ সালে তিনি মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর মৃত্যুতে কুমিল্লা ও বরুড়াসহ সর্বত্র রাজনৈতিক ও সামাজিক অঙ্গণে শোকের ছায়া নেমে আসে।
ডেস্ক রিপোর্ট -রিয়াদ মাহমুদ