কালীগঞ্জে বাসচাপায় ৫ জন নিহত
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া এলাকায় বাসচাপায় ৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সকালে ঝিনাইদহ-যশোর সড়কের বেজপাড়া এলাকায় কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোটেম্পুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই টেম্পুর চালক নেকবার(২৪), তেঁতুলবাড়িয়া গ্রামের হারেজ আলীর স্ত্রী আমেনা খাতুন(৭৫) ও তার ছেলে হাসান আলী(৪০), হরিপুর গ্রামের শাহিনুর রহমানের স্ত্রী স্কুলশিক্ষক নার্গিস(২৫) এবং একই গ্রামের শাহনেওয়াজের স্ত্রী স্কুল শিক্ষিক ফিরোজা খাতুন (৩০) নিহত ও ৯ যাত্রী আহত হন।
এ সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। তবে, বাসের কোনো যাত্রী মারা য়ায়নি বা কারো আহত হবার খবর পাওয়া যায়নি।
পরে পথচারী ও পুলিশ আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করলে সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। নিহতদের সংখ্যা বাড়তে পারে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা সংকটাপন্ন।
এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।