কনফেডারেশন্স কাপে জয় দিয়ে শুরু ইতালির
কনফেডারেশন্স কাপে জয় দিয়ে শুরু করেছে ইতালি। রোববার মধ্যরাতে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে ২-১ ব্যবধানে মেক্সিকোকে হারায় ইতালি। জয়সুচক গোলটি আসে বাল্লোতেল্লির পা থেকে।
ম্যাচে প্রথম গোলটি করেন ইতালির প্লে মেকার আন্দ্রেয়া পিরলো। এ ম্যাচের মধ্য দিয়ে ইতালির ইতিহাসে পঞ্চম ফুটবলার হিসেবে শততম ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেন পিরলো। । তবে ৭ মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে মেক্সিকোকে সমতায় ফেরান হাভিয়ের হার্নান্দেজ। ৭৮ মিনিটে পির্লোর দারুণ এক পাস থেকে ইতালির জয়সূচক গোলদাতা মারিও বালোতেল্লি।
দিনের অপর খেলায় স্পেন মুখোমুখি হয় উরুগুয়ের বিপক্ষে। পুরো সময় স্পেন প্রাধান্য বিস্তার করে খেললেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানেই সন্তুষ্ট থাকতে হয় স্প্যানিসদের। ২০ মিনিটে প্রেড্রো এবং ৩২ মিনিটে সেস ফ্রাব্রিগাস গোল দুটি করেন। উরুগুয়ের পক্ষে একমাত্র গোলটি করেন লুইস সুয়ারেজ।