Published On: Wed, Sep 25th, 2013

ওপেনিং রেকর্ড অ্যাপলের

Share This
Tags

indexঅ্যাপল ঘোষণা দিয়েছে যে তাদের নতুন হ্যান্ডসেট আইফোন ৫এস এবং আইফোন ৫সি মডেল বাজারে আসার প্রথম সাত দিনেই বিক্রি হয়েছে ৯ মিলিয়ন সেট।

শুরু থেকেই অ্যাপল স্টোরগুলো পরিণত হয়েছিল মৌমাছির চাকে। প্রথম ২৪ ঘণ্টায় ২০ লাখেরও বেশি অ্যাপল আইফোন ৫এস এর অর্ডার দিয়েছেন অ্যাপল-প্রেমীরা।

এদিকে অ্যাপল ইনকর্পোরেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, এর আগে যে অর্ডারগুলো দেয়া হয়েছিল, তা অ্যাপলের প্রাথমিক সরবরাহের পরিমাণকে ছাপিয়ে গিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী আগামী শুক্রবার আবার খুলে যাবে অ্যাপল স্টোরের দরজা। এদিকে প্রথম দিনে বিক্রির যে রেকর্ড এবার অ্যাপল গড়েছে, তা আগের বারের তুলনায় দ্বিগুণ।

 

Leave a comment

You must be Logged in to post comment.