ঐশ্বরিয়া কন্যা স্কুলে যাচ্ছে
ঐশ্বরিয়া ও অভিষেক দম্পতির সংসারে আরাধ্য আসার পর থেকে ঐশ্বরিয়া রাই যতবার শিরোনাম হয়ে এসেছেন, তার অধিকাংশই ছিল আরাধ্যকে নিয়ে। কেননা, অ্যাশের সবকিছুই ছিল একমাত্র কন্যা আরাধ্যকে ঘিরে। এবারও তার ব্যতিক্রম নয়, অ্যাশ ও অভিষেক এখন আরাধ্যের জন্য উপযুক্ত বিদ্যালয় খোঁজছেন। মনমতো হলেই আরাধ্যকে ভর্তি করিয়ে দিবেন তারা। আরও জানা যায়, আরাধ্যর দাদা অমিতাভ বচ্চন এরইমধ্যে আরাধ্যকে আইপ্যাড পরিচালনায় বেশ পারদর্শীও নাকি করে তুলেছেন। আরাধ্য এখন তার মা ও বাবার গাড়ির চেয়ে নিজের গাড়িতেই বেশি চড়ছেন।