এ বছর বাজারে আসতে পারে মাইক্রোসফটের স্মার্টওয়াচ ‘সারফেস’
চলতি বছরের অক্টোবর মাসে দেখা মিলতে পারে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টওয়াচের।
মাইক্রোসফটের স্মার্টওয়াচে হূত্স্পন্দন মাপার সেন্সরের পাশাপাশি আরও বেশ কয়েকটি সেন্সর থাকবে। মাইক্রোসফটের সূত্রের বরাত দিয়ে ম্যাশেবল দাবি করেছে, মাইক্রোসফটের স্মার্টওয়াচে ১১টি সেন্সর থাকতে পারে।
স্মার্টওয়াচের জন্য চিপ তৈরি করবে টেক্সাস ইন ও অ্যাটমেল নামের দুটি প্রতিষ্ঠান। অত্যন্ত হালকা-পাতলা এই ঘড়িটি ক্রস প্ল্যাটফর্মের হবে , ফলে এতে অ্যাপল ও গুগলের অ্যাপ ব্যবহার করা যাবে।
এই বছরের মে মাসে ইন্টারনেটে মাইক্রোসফটের স্মার্টওয়াচের তথ্য প্রথম ফাঁস হয়েছিল। ওই সময় মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টওয়াচের তথ্য প্রকাশ করেছিল ম্যাশেবল।
অবশ্য পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি মাইক্রোসফট। ২০১২ সালে এ সংক্রান্ত একটি পেটেন্টের আবেদন করেছিল মাইক্রোসফট কর্তৃপক্ষ যা সম্প্রতি যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিস অনুমোদন দিয়েছে।
প্রযুক্তি-বিশ্লেষকেরা ধারণা করছেন, পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য তৈরিতে বড় ধরনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মাইক্রোসফট।
মাইক্রোসফটের পেটেন্ট আবেদন এ জমা দেওয়া ডায়াগ্রাম ও বর্ণনা casino online থেকে প্রযুক্তি-বিশেষজ্ঞরা ধারণা করছেন, মাইক্রোসফটের স্মার্টওয়াচে বিশেষ সেন্সর থাকবে যা শরীর-বৃত্তিক বিভিন্ন তথ্য পেতে সাহায্য করবে। স্মার্টওয়াচে থাকবে ইন্টারঅ্যাকটিভ টাচ প্যানেল। স্বচ্ছ অ্যালুমিনিয়ামের কাঠামোতে তৈরি এই স্মার্টওয়াচ আসতে পারে ‘সারফেস’ ব্র্যান্ড নাম নিয়ে।
সূত্রঃ ইন্টারনেট ডেস্ক রিপোর্টঃ আদনান অনিন্দ্য