Published On: Mon, Oct 7th, 2013

এরশাদ পুত্রের দ্বিতীয় অ্যালবাম বের হয়েছে

Share This
Tags

 

ymn98pju-copyজাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ও সাবেক স্ত্রী বিদিশার ঘরের একমাত্র পুত্র এরিক এরশাদের রবীন্দ্র সঙ্গীতের নতুন অ্যালবামের মোড়ক উন্মোচন হল। এটি এরিকের দ্বিতীয় অ্যালবাম। ফাহিম মিউজিক এ অ্যালবামের নাম ‘আলো আমার আলো’।

এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী কাদেরী কিবরিয়া এবং স্বাগত বক্তব্য রাখেন  হুসেইন মুহম্মদ এরশাদ।

এরশাদ তার বক্তব্যে বলেন, “আমদের সামনে অনেক পথ, আমি তো থাকব না কিন্তু এরিক যেন গান নিয়ে আপনাদের মাঝে বেঁচে থাকতে পারে।”

এরিকের রবীদ্র সঙ্গীত ভালবাসা সম্পর্কে তিনি বলেন, “এরিক রবীন্দ্রনাথ ভালবাসে, মান্না দে ভালবাসে।”

সঙ্গীতের বেহাল অবস্থা প্রসঙ্গে দুঃখ করে এরশাদ বলেন, “এখন মুন্নি বদ নাম… আর হু লা লা লা’য়  সঙ্গীত নষ্ট হয়ে গেছে।”

তিনি এরিকের জন্য সবার কছে দোয়া চেয়েছেন। অ্যালবামটির সংগীত পরিচালনা করেন সঞ্চয় রায়।

সাবেক রাষ্ট্রপতি এরশাদের কনিষ্ট পুত্র এরিক এরশাদ গুলশানের অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। এর আগে গত বছর এরিকের প্রথম অডিও অ্যালবাম ‘কেবলই স্বপ্ন’ বাজারে আসে। রাজধানীর ধানমণ্ডির ছায়ানট সাংস্কৃতিক ভবনে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন রবীন্দ্র সঙ্গীতশিল্পী মিতা হক।

 

Leave a comment

You must be Logged in to post comment.