এইচএসসির ফল প্রকাশ : পাশের হার ৭৪ দশমিক ৩০ শতাংশ
এ বছরের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। সারা দেশে পাশের হার ৭৪ দশমিক ৩০ শতাংশ। গড় পাসের হার ৭৪ দশমিক ৩০। মোট পাস করেছে ৭ লাখ ৪৪ হাজর ৮শ ৯১ জন। জিপিএ ৫ পেয়েছে ৫৮ হাজার ১৯৭ জন।
ঢাকা বোর্ডে পাশের হার ৭৪ দশমিক ০৪ শতাংশ। চট্টগ্রামে পাশের হার ৬১ দশমিক ২২ শতাংশ । এ বোর্ডে জিপিএ-৫ পেযেছে ২৭৭২ জন। বরিশাল বোর্ডে পাশের হার ৭১ দশমিক ৬৭ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৮৫৩ জন। কুমিল্লা বোর্ড পাশের হার ৬১ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৩৯০ জন। সিলেট বোর্ড পাশের হার ৭৯ দশমিক ১৩ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৫৩৫ জন। যশোর শিক্ষা বোর্ডে পাশের হার ৬৭ দশমিক ৪৯ শতাংশ। রাজশাহী শিক্ষা বোর্ডে ৭৭ দশমিক ৬৯ শতাংশ। দিনাজপুর বোর্ডে পাশের হার ৭১ দশমিক ৯৮ শতাংশ। কারিগরি বোর্ড পাশের হার ৮৫ দশমিক ০৩ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৯১ দশমিক ৪৬ শতাংশ।
সকাল ১০টায় গণভবনে সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন তিনি।
দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি এবং মাদ্রাসা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা-বিএম) পরীক্ষার ফল দেওয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ইউজার নাম ও পাসওয়ার্ড ব্যবহার করে স্ব স্ব প্রতিষ্ঠানের ফল পাওয়া যাবে।
এছাড়া, ইন্টারনেটের www.educationboardresults.gov.bd ঠিকানায় ব্রাউজ করেও ফল জানা যাবে।
উল্লেখ্য, এ বছর ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন নিবন্ধিত পরীক্ষার্থী ছিল। ৭ হাজার ৮০৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের এ পরীক্ষার্থীরা ২ হাজার ২৮৮টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। মোট পরীক্ষার্থীদের মধ্যে এইচএসসিতে আট লাখ ২৩ হাজার ২৪১ জন। আলিমে ৮৮ হাজার ৭৭৯ জন, এইচএসসি বিএম/ভোকেশনালে ৯৫ হাজার ৯৫৬ জন এবং ডিআইবিএসে চার হাজার ৬০৫ জন। ঢাকার বাইরে এবারো বিদেশের পাঁচটি কেন্দ্রে ১৬৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।