আজ পবিত্র ঈদ উল আযহা।সবাইকে ঈদ মুবারাক
যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ বুধবার উদ্যাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন রাজধানীর জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে এ নামাজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে শুরু হয়ে থাকছে পাঁচটি ঈদের জামাত। পাশাপাশি রাজধানীবাসীর জন্য প্রতিটি এলাকায় ঈদের জামাতের ব্যবস্থা করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ৫৮টি ওয়ার্ডে চারটি করে মোট ২৩২টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় মোট ১৪৪টি জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহের প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। এতে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্য, বিচারপতিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নামাজ আদায় করবে। এদিকে বায়তুল মোকাররমের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। সকাল ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম মাওলানা এহসানুল হক। ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করবেন দূর্বাতি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা নজরুল ইসলাম আল হারুন। সকাল ১০টায় চতুর্থ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের ভাষা শিক্ষক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া বাগদাদী। ১১টায় শেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক গবেষণা বিভাগের পরিচালক মাওলানা মুহাম্মদ সিরাজুল হক।
এ ছাড়া রাজধানীর লালবাগ শাহী মসজিদে সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। জমিয়তে আহলে হাদিসের সহসভাপতি আলহাজ আওলাদ হোসেন জানান, আহলে হাদিসের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সকাল ৮টায়। পুরান ঢাকার বংশাল আহলে হাদিস বড় জামে মসজিদের খতিব মাওলানা জিল্লুল বাসেত এ জামাতে ইমামতি করবেন। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বংশাল বড় জামে মসজিদে সকাল ৮টায় ও সকাল ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। কলাবাগান বশিরুদ্দিন রোড জামে মসজিদে সকাল পৌনে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
পুরান ঢাকার লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, বাবে রহমত দেওয়ানবাগ শরিফে সকাল ৮টায়, সিদ্ধেশ্বরী হাই স্কুল জামে মসজিদে সকাল ৮টায়, হাজারীবাগ পশ্চিম ভাগলপুর শাহ মস্তান জামে মসজিদে সকাল পৌনে ৮টায়, কমলাপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে সকাল ৮টায়, দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায়, গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন খেলার মাঠে সকাল সাড়ে ৭টায়, মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্সে সকাল পৌনে ৮টায়, নয়াপল্টন জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, শ্যামলীর এসওএস শিশুপল্লীতে সকাল পৌনে ৮টায়, গেণ্ডারিয়া ধুপখোলা মাঠে সকাল পৌনে ৮টায় ও হাজারীবাগ পার্ক মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া আদাবরের মেহেদীবাগ জামে মসজিদ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) মাঠ, ধানমণ্ডি ঈদগাহ ময়দান, পশ্চিম আগারগাঁওয়ের দারুল ঈমান জামে মসজিদ, সায়েদাবাদের চিশতিয়া সাইদিয়া দরবার শরিফ জামে মসজিদ, উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদ, তেজগাঁও চ্যানেল আই-সংলগ্ন জামে মসজিদ, কল্যাণপুর হাউজিং এস্টেট মাঠ, পলাশী সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ভবনের সামনের মাঠ, পশ্চিম করাতিটোলা স্বামীবাগ জামে মসজিদ, নীলক্ষেত মরিয়ম বিবি শাহী মসজিদ, গেণ্ডারিয়া বায়তুল মা’মুর মসজিদ, মিরপুর ৬ নম্বর সেকশন কেন্দ্রীয় জামে মসজিদ, লালমাটিয়ার মসজিদ-এ-বায়তুল হারাম, বারিধারা বাইতুল আতীক কেন্দ্রীয় জামে মসজিদ, আম্বরশাহ শাহী জামে মসজিদ, সরকারি তিতুমীর কলেজ মাঠ, ফার্মগেটের বায়তুশ শরফ মসজিদ, মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ, পুরান ঢাকার দক্ষিণ মুহসেন্দী বড় জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টা থেকে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে।