Published On: Sun, Aug 25th, 2013

ইয়াবা ব্যবসায়ীদের গুলি করে হত্যা!!!

Share This
Tags

ASSADইয়াবা ব্যবসায়ীদের গুলি করে হত্যা করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এমন আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার সকালে গুলশানের একটি হোটেলে প্রাক্তন ছাত্র সমাজ ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  বলেন-

“ভারতে ইয়াবা ব্যবসায়ীদের গুলি করে হত্যা করা হতো। ভারতে এখন ইয়াবা নেই। তাই আমাদের দেশে যার হাতে ইয়াবা পাওয়া যাবে তাকে গুলি করে হত্যা করতে হবে।”

এরশাদ আরও বলেন,“দেশ ধ্বংসের দিকে যাচ্ছে। কিন্তু কিছুই করতে পারছি না আমরা। ঐশীকে কে সৃষ্টি করলো? ঐশীকে সৃষ্টি করেছি আমরা রাজনীতিবিদরা। আমরা যারা ক্ষমতায় যাই তারা দায়িত্ব পালন করি না। তাই ঐশী খুনি নয়, খুনি আমরা।”

ফোরামের সভাপতি প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ ও জিয়াউদ্দিন বাবলা, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, এম এ সাত্তার, ফকির আশরাফ, তাজুল ইসলাম চৌধুরীসহ আরো অনেকে।

 

Leave a comment

You must be Logged in to post comment.