ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত তুলে নিল বিটিআরসি
ইন্টারনেট ইন্টারনেট ব্যান্ডউইডথে আপলোডের গতি কমানোর নির্দেশনা তুলে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
রবিবার সকালে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোকে (আইআইজি)সিদ্ধান্ত প্রত্যাহারে বিষয়টি জানায় বিটিআরসি।
আইআইজি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের চিফ স্ট্রাট্রেজিক অফিসার ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, রবিবার সকালে ইন্টারনেট ব্যন্ডইউথ গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহারের চিঠি পাঠায় বিটিআরসি। সিদ্ধান্ত প্রত্যাহারের পরপরই আইআইজিগুলো ইন্টারনেট আপলোড গতি স্বাভাবিক বলে জানান তিনি।
গত বৃহস্পতিবার অবৈধ ভিওআইপি প্রতিরোধে ইন্টারনেট ব্যান্ডউইডথে আপলোড গতি সর্বোচ্চ ২৫ শতাংশ করার জন্য আইআইজি গুলোকে নির্দেশনা দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।