‘ইনসিকিওর’ নন মাধুরীর স্বামী
মাধুরীর মধুর হাসিতে মুগ্ধ গোটা ভারত।এই লাস্যময়ী নারীর মাধুর্যে প্রেমে পড়েননি এমন পুরুষের সংখ্যা নেহাতই কম। সেই তালিকায় প্রথম স্থানে রয়েছেন রণবীর কাপুর, রণবীর সিং শুধু অফ-স্ক্রিনেই মোহ নয়, অন-স্ক্রিনেও রোম্যান্সের জাদু দেখে মুগ্ধ আমজনতা। আগামী ছবি ‘গুলাব গ্যাং’ নিয়ে প্রচারে ব্যস্ত বিউটি কুইন। মাধুরী দীক্ষিত নেনে।
শাহরুখের সঙ্গে অন-স্ক্রিন কেমিস্ট্রি, জাস্ট ম্যাজিকাল। মাধুরীর ‘এক দো তিন’ নাচের স্টেপ কেউই ভুলতে পারে না। একবার রণবীর সিংমাধুরী দীক্ষিতের প্রশংসা করতে গিয়ে বলে ফেলেছিলেন, গ্যাংনাম স্টেপ মাধুরীর এক দো তিন নাচকে ফলো করেছে।
মাধুরী-যাদুতে যখন গোটা দেশের মানুষ পাগল। তখন ডাক্তার স্বামী কি নিজেকে ইনসিকিওর মনে করেন? সেই প্রশ্ন সকলেরই। একটি অনুষ্ঠানে ছবির প্রচারে এসে মাধুরী জানালেন, তাঁর স্বামী এই সমস্ত ব্যাপারে কোনও দিনই ‘ইনসিকিওর ফিল’ করেননি। তরুণ প্রজন্মের সরলতার প্রসংশা করে বলেন, প্রশংসা না করাটা পুরনো হয়ে গিয়েছে। আগে এইসবের চল ছিল না। তবে কারোর ভাল গুণকে প্রসংশা করার রেওয়াজটা তাঁর থেকেই প্রথম এসেছে। তিনি আরও বলছেন, এই ইন্ডাস্ট্রিতে যাঁরা নতুন, তাঁরা সকলেই বেশ খোলা মনের। একে অপরের ভালোটাকে প্রশংসা করতে পারেন।