Published On: Tue, Nov 12th, 2013

ইনজুরিতে মেসি, ভাবনায় বার্সা

Share This
Tags

indexরিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচেই পায়ে চোট পায় লিওনেল মেসি। পায়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় মেসিকে। পায়ের আঘাত একটু বেশি হওয়ায় কমপক্ষে ৭/৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছে দলটির চিকিৎসক দল।
বাঁ পায়ের হ্যামস্ট্রিং পেশি ছিড়ে গেছে বার্সেলোনার সবচেয়ে বড় এ তারকারা। সোমবার বার্সেলোনার ওয়েবসাইটে দলটির চিকিৎসক দল নিশ্চিত করেছে, মেসির বাম উরুতে পেশি (হ্যামস্ট্রিং) ছিড়ে গেছে। আবার মাঠে ফিরতে চারবারের বিশ্ব সেরা ফুটবলারকে সাত থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।
রোববার রিয়াল বেতিসের বিপক্ষে চোটের কারণে প্রথমার্ধের শুরুর দিকেই মেসিকে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়। চলতি মৌসুমে এটি ছিল মেসির ১৬তম ম্যাচ। সব মিলিয়ে ১৪ গোল করেছেন এই ফুটবল জাদুকর।

Leave a comment

You must be Logged in to post comment.