Published On: Mon, Aug 26th, 2013

আশ্বাস দিলেন জয় ব্যান্ডউইথের দাম কমানোর

Share This
Tags

hইন্টারনেটের দাম এবার কমেই যাচ্ছে! প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে অবশ্য তেমনটাই আভাস পাওয়া যাচ্ছে। তবে তার আগে আওয়ামী লীগকে পুনঃনির্বাচিত করতে হবে।

বাংলা এবং ইংরেজিতে পৌণে দশটায় নিজের ফেসবুক অফিসিয়াল পাতায় জয় বলেছেন, “বাংলাদেশে ইন্টারনেট সংযোগের দাম নিয়ে আমি অনেক অনুরোধ পেয়েছি। আমাদের সরকার আসার পর থেকেই এই বিষয়টিতে আমরা মনোযোগ দিয়েছি। আর এই নিয়ে আমার ভবিষ্যতেও কিছু পরিকল্পনা আছে যা আওয়ামী লীগ পুননির্বাচিত হলে বাস্তবায়ন করা সম্ভব হবে।”

জয় বলেছেন, “২০০৮ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন ইন্টারনেটের প্রতি মেগাবাইটের দাম ছিল ৮০ হাজার টাকা। গত চার বছরে ওই দাম কমিয়ে আমরা ১৮ হাজারে নামিয়ে এনেছি। তবে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো খুচরা গ্রাহকদের জন্য দাম তেমন কমায়নি। তারা ইন্টারনেটের গতি বাড়িয়েছে, কিন্তু দাম এখনো বেশি।”

ইন্টারনেট নিয়ে তার পরিকল্পনা সম্পর্কে জয় বলেন, “থ্রিজি এবং ফোরজি’র জন্য ইন্টারনেটের দাম আরো কমানোই আমার পরিকল্পনা। ফলে দ্রুতগতির ইন্টারনেট পাওয়া সহজ হবে, বাড়বে ইন্টারনেট ব্যবহাকারীও। ব্যবহারকারী বাড়লে দামও কমবে। সেবাদাতাদের জন্য সর্বোচ্চ মূল্যও বেঁধে দেয়ার পরিকল্পনা করছি।”

Leave a comment

You must be Logged in to post comment.