আর্জেন্টিনা ২-১ গোলে হারালো ইতালিকে
ঞ্জালো হিগুয়েইন নৈপুণ্যে স্বাগতিক ইতালিকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। বুধবার রাতে রোমের অলিম্পিক স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিজে একটি গোল করা ছাড়াও এভার বানেগার গোলে অবদান রাখেন হিগুয়েইন।
ম্যাচের ২১ মিনিটে ইতালির গোল থেকে ৩৫ গজ দূরে বল পেয়ে বুটের বাইরের অংশ দিয়ে হিগুয়েইনের দিকে এগিয়ে দেন এরিক লামেলা। ডি রসিকে কাটিয়ে বুফনকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন নাপোলির এই স্ট্রাইকার।
এক গোল হজম করে সিজার প্রানদেল্লির শিষ্যরা জ্বলে উঠলেও সুযোগগুলো কাজে লাগাতে পারেনি।
খেলার দ্বিতীয়ার্ধ শুরুর চার মিনিটের মাথাতেই হিগুয়েইনের বাড়ানো বলে গোল করে ব্যবধান বাড়ান বানেগা।
দুই গোল হজম করা বুফনকে ৫৫ মিনিটে তুলে নেন কোচ। গোলে এসেই ফেদেরিকো মারচেত্তি দুটি নিশ্চিত গোল বাঁচান।
ম্যাচের ৬০ মিনিটে মাঠ থেকে হিগুয়েইনকে তুলে নেয়ার আগ পর্যন্ত ইতালির রক্ষণভাগকে তটস্থ রেখেছেন তিনি।
খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে ইতালির হয়ে সান্তনাসূচক গোলটি করেন লরেঞ্জো ইনসিনে। এরপর একের পর এক আক্রমণ চালিয়েও গোল পায়নি ইতালি।
উল্লেখ্য, ১২ বছর পর মুখোমুখি হলো বিশ্বকাপে চরম প্রতিদ্বন্দ্বী দেশ দু’টি। ১৯৭৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত টানা চার বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইতালি। এর মধ্যে ১৯৯০ সালে সর্বশেষ ম্যাচে স্বাগতিক ইতালিকে হারিয়েছিল ডিয়াগো ম্যারাডোনার দল।